অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম-এসাইনমেন্ট কিভাবে লিখতে হয়

0

             বিসমিল্লাহির রহমানির রহিম


অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।

এটা "এসাাইনমেন্ট " না এটা হবে অ্যাসাইনমেন্ট হবে। অনেকেই এই ভুল বানান লিখে গুগলে সার্চ করছো। আমিও ভুল বানান টাইটেলে দিয়ে আর্টিকেল লিখলাম যাতে তোমরা সহজে খুঁজে পেতে পারো। চলো জেনে নেই,

এসাইনমেন্ট কিভাবে লিখতে হয়

মাধ্যমিক পর্যায়ে অনেক শিক্ষার্থীর কাছে অ্যাসাইনমেন্ট নতুন একটা বিষয়। কারন এ বিষয়ে অনেকেরই ধারনা নেই বললেই চলে। যার করনে অ্যাসাইনমেন্ট এর নাম শুনেই ভয় পেয়ে যায়। 

অ্যাসাইনমেন্ট লেখার পদ্ধতি

অ্যাসাইনমেন্ট লেখার আগে অ্যাসাইনমেন্টে দেয়া প্রশ্ন সুন্দর করে পড়ে নিবেন। তারপর আপনি লেখার কাগজ রেডি করবেন। অ্যাসাইনমেন্ট এ কভার পেজ দিতে হয়।
কভার পেজে স্কুলের নাম উপরে বড় করে দিবেন। তারপর অ্যাসাইনমেন্ট শিরোনাম দিবেন স্বাভাবিক ভাবে। তারপর আপনার নাম,রোল,শ্রেণি, শাখা, অ্যাসাইনমেন্ট যিনি গ্রহণ করবেন ওই শিক্ষকের নাম ও জমা দেয়ার তারিখ লেখবেন। বিঃদ্রঃ কভার পেজ আপনি ফটো কপির দোকান থেকে ডিজাইন করে নিতে পারেন।
এবার কভার পেজের পরের পেজে সূচিপত্র দিতে পারেন। তারপরের পেজে থেকে অ্যাসাইনমেন্ট এ নির্ধারিত প্রশ্নের উত্তর লিখবেন। শেষে পেজ গুলো পিন আপ করে জমা দিবেন। এসাইনমেন্ট নমুনা দিতে না পাড়ার জন্য দূঃখিত। 

স্পেশাল টিপসঃ
১। অ্যাসাইনমেন্টে ছোট ছোট বাক্য লেখা উত্তম। এতে শিক্ষকেত বুঝতে সুবিধা হয়।
২।পরিচিত শব্দ ব্যবহার করুন।
৩। সন্দেহজনক বানান পরিহার করা ভালো।
৪।বেশি কাটাকাটি না করাই উত্তম। কেননা এতে অ্যাসাইনমেন্ট দেখতে খারাপ লাগে।


নতুন পোস্ট সমূহ:-

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top