আমার পথ প্রবন্ধের গুরুত্বপূর্ণ নোট

0

 

আমার পথ প্রবন্ধের গুরুত্বপূর্ণ নোট
আমার পথ প্রবন্ধের গুরুত্বপূর্ণ নোট 


এইএসসি আমার পথ প্রবন্ধের গুরুত্বপূর্ণ নোট ও জ্ঞানমূলক প্রশ্নের উত্তরঃ


জ্ঞানমূলক প্রশ্নের উত্তরঃ

১) ধূমকেতুর আগুন কোনদিন নিভে যাবে?
উত্তরঃ যেদিন ভুল বুঝতে পেরে প্রাণখুলে তা মেনে নিব সেদিন ধূমকেতুর আগুন নিভে যাবে । 

২) দেশের শত্রু কে দূর করতে কী প্রয়োজন?
উত্তরঃ আগুনের সম্মার্জনা।

৩) কি প্রাণখুলে স্বীকার করে নেওয়া উচিত?
উত্তরঃ নিজের ভুলকে প্রাণখুলে স্বীকার করে নেওয়া উচিত।

৪) মিথ্যা অভিনয়ের চেয়ে কোনটি অনেক ভালো?
উত্তরঃ অহংকারের পৌরুষ।

৫) লেখক কখনো কাকে প্রশ্রয় দেবে না?
উত্তরঃ লেখক কখনো মিথ্যা বা ভন্ডামি কে প্রশ্রয় দেবেন না ।

৬) কিসের মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব?
উত্তরঃ সম্প্রীতির মধ্য দিয়ে। 

৭) মানুষের মধ্যে কখন সহনশীলতা বাড়ে?
উত্তরঃ সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে। 

৮) লেখক এর অন্যতম উদ্দেশ্য কি? 
উত্তরঃ হিন্দু-মুসলমানের মিলন বা অসম্প্রদায়িক মনোভাব তৈরি করা। 

৯) কোনটি মানুষকে ক্রমে ছোট করে ফেলে?
উত্তরঃ অতিরিক্ত অভিনয় মানুষকে ক্রমে ছোট করে ফেলে। 

১০) কোনটি লেখককে বিপথে নিয়ে যেতে পারবে না?
উত্তরঃ রাজ-ভয় লোকভয় লেখকে বিপথে নিয়ে যেতে পারবে না। 

১১) 'আমি আছি' এই কথা না বলে আমরা কি বলতে লাগলাম?
উত্তরঃ গান্ধীজী আছেন। 

১২) কে মিথ্যা কে ভয় পাই? 
উত্তরঃযার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় পাই। 

১৩) কাকে সবচেয়ে বড় দাসত্ব বলা হয়?
উত্তরঃপরাবলম্বনকে সবচেয়ে বড় দাসত্ব বলা হয়। 

১৪) আমরা কবে স্বাধীন হতে পারব বলে প্রাবন্ধিক মনে করেন? 
উত্তরঃযেদিন আমরা আত্মনির্ভরশীল হতে পারব। 

১৫) আত্মাকে চিনলে কি আসে? 
উত্তরঃআত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। 

১৬) ভুলের মধ্যে দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? 
উত্তরঃ ভুল স্বীকার করে। 

১৭) অভিশা-রথের-সারথি কাকে বলা হয়েছে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম কে।





Tag: আমার পথ প্রবন্ধের গুরুত্বপূর্ণ নোট, আমার পথ প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্নআমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক, প্রশ্ন,আমার পথ প্রবন্ধের মূল বক্তব্য,আমার পথ প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top