রেইনকোট গল্পের হ্যান্ড নোট ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

0

 

রেইনকোট গল্পের হ্যান্ড নোট ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর


➤ গল্পটির মূলভাবঃ

এই গল্পে বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের টিত্র। গেরিলা আক্রমনের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি। তলব পেলে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পরতে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্বা মন্টুর। গল্পে এই রেইনকোটের প্রতীকী তাথপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে, উষ্নতা, সাহস ও দেশপ্রেম - তারই ব্যন্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে।

মূল কাহিনীঃ মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকার পরিস্থিতি ফুটে উঠেছে।


➤ লেখক পরিচিতিঃ

  • নামঃ আখতারুজ্জামান ইলিয়াস
  • জন্মঃ ১৯৪৩ সালের ১২ই ফেব্রুয়ারি।
  • জন্মস্থানঃ গাইবান্ধার গোটিয়া গ্রামে মামা বাড়িতে।
  • পিতৃনিবাসঃ বগুরার উপকন্ঠে নারুলি গ্রামে।
  • পিতাঃ বি এম ইলিয়াস
  • মাতাঃ মরিয়ম ইলিয়াস
  • পিতৃনিবাস নামঃ আখতারুজ্জামান  মোহাম্মদইলিয়াস।
  • পড়াশোনাঃ প্রথমে বগুড়া পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর।
  • কর্মজীবনঃ সরকারি কলেজের বাংলা বিষয়ে অধ্যাপক।
  • রচনাবলীঃ ৫টি ছোটগল্প, ২৮টি গল্প, ২টি উপন্যাস, ১টি প্রবন্ধ।
  • উপন্যাসঃ ২টি (চিলেকোঠার সেপাই, খোয়াবনামা)
  • মৃত্যুঃ ১৯৯৭ সালের ৪জানুয়ারি ঢাকায় ক্যান্সারে আক্রান্ত হয়ে।

➤ মনে রাখা জরুরীঃ

➮ কলেজের জন্য আলমারী কেনা হয় দশটি।

  • অফিসের জন্য তিনটি।
  • বোটানি ডিপার্টমেন্ট এর জন্য দুটি
  • হিস্ট্রি ডিপার্টমেন্ট এর জন্য দুটি
  • জিওগ্রাফি ডিপার্টমেন্ট এর জন্য দুটি
  • ইংরেজি ডিপার্টমেন্ট এর জন্য একটি
➮ নুরল হুদার ঘরের দরজায় ২টি ছিটকিনি, ১টি খিল ও ১টি ডাশা ছিল।


➤জ্ঞানমূলক প্রশ্ন উত্তরঃ

১) মিসক্রিয়ান্ট শব্দের অর্থ কী?
উত্তরঃ দুষ্কৃতকারী।

২) জেনালের স্টেটমেন্ট শব্দের অর্থ কী?
উত্তরঃ সাধারণ বিবৃতি।
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top