❑ লেখক পরিচিতিঃ
-➟ সংক্ষিপ্ত নামঃ গী দ্য মোপাসাঁ।
➟ পূর্ণ নামঃ Henri-Renri-Albert-Gey de Maupassant.
➟ জন্ম তারিখঃ ৫ আগষ্ট, ১৮৫০ খ্রিষ্টাব্দ।
➟ জন্মস্থানঃ নর্মান্ডি, ফ্রান্স।
➟ পিতার নামঃ গুস্তাব দ্য মুপাসাঁ।
➟ মাতার নামঃ লরা লি পয়টিভিন।
➟ সাহিত্য সাধনাঃ পারিবারিক বন্ধু ঔপন্যাসিক গুস্তাব ফ্লবেয়ার এর নির্দেশনা সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেন।
➟ পেশাঃ সাংবাদিকতা ও সাহিত্য সাধনা।
➟ মৃত্যুঃ ৬ জুলাই, ১৮৯৩ খ্রিষ্টাব্দ।
-
❑ অনুবাদক পরিচিতিঃ
-
➟ নাম: পূর্ণেন্দু দস্তিদার।
➟ জন্ম: ১৯০৯ সালের ২০ জুন।
➟ জন্মস্থল : চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে।
➟ পিতা: চন্দ্রকুমার দস্তিদার।
➟ মাতা: কুমুদিনী দস্তিদার।
➟ পেশা: আইনজীবী, লেখক, রাজনীতিবীদ।
➟ প্রকাশিত গ্রন্থ: কবিয়াল রমেশ শীল, স্বাধীনতা। সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা।
➟ অনুবাদ গ্রন্থ: শেখভের গল্প, মোপাসাঁর গল্প।
➟ মৃত্যু: ১৯৭১ সালের ৯ মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারত যাওয়ার পথে।
❑ গদ্য সম্পর্কিত গুরুপ্তপূর্ণ প্রশ্নোওরসমূহঃ
-
নেকলেস গদ্যটি প্রথম প্রকাশিত হয় - ফরাসি ভাষায়। গল্পটির নাম ছিলো "La Parure".
নেকলেস ১৮৮৪ সালের ১৭ই ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা "La Gaulois"-এ প্রকাশিত হয় এবং সে বছরই ইংরেজি ভাষায় অনূদিত হয়।
মাদাম লোইসেলের সর্বদা দুঃখের কারণ ছিল?
- সে কাঙ্খিত জীবন পায়নি।
মাদাম লোইসেলের স্বামীর পেশা ছিলো?
- শিক্ষা পরিষদ অফিসের পিয়ন।
এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী কী হাতে ঘরে ফিরলেন?
- একটি বড় খাম।
মাদাম লোইসেলের ব্যাথিত হওয়ার কারণ ছিল?
- বাসকক্ষের দারিদ্র।
মাদাম লোইসেল বাবদ তার কতজন গৃহভৃত্য থাকবেন?
- দুইজন।
মাদাম লোইসেল যে বৈঠকখানাটি কামনা করেন তাতে কিসর পর্দা ঝুলবে?
- রেশম।
কী খেতে খেতে মাদাম লোইসেল প্রণয়লীলার কাহিনী শোনার কল্পনা করেন?
- মুরগীর পাখনা।
মাদাম লোইসেলের ধারণা কোন জিনিসের জন্য তার সৃষ্টি?
- ফ্রক ও জড়োয়া গহনা।
কনভেন্ট এর বান্ধবীর সাথে দেখা করতে মাদাম লোইসেলের ভালো লাগতোনা কেন?
- বান্ধবী ধনী ছিল বলে।
কনভেন্ট এর বান্ধবীর সাথে দেখা করে এসে মাদাম লোইসেল সারাদিন কাঁদত কেন?
- নিজ দর্ভোগের কথা ভেবে।
বান্ধবীর সাথে দেখা করার পর মাদাম লোইসেলকে কী গ্রাস করত?
- হতাশা ও নৈরাশ্য।
মাদাম লোইসেল তাড়াতাড়ি খামটি ছিড়েছিল কেন?
- দামি কিছুর আশায়।
মসিঁয়ে ও মাদাম লোইসেল কোন মন্ত্রীর আমন্ত্রণ পেয়েছিল?
- জনশিক্ষা মন্ত্রীর।
কী কারণে মসিঁয়ে লোইসেল মনে মনে দুঃখ পায়?
- মাদাম লোইসেলকে বেদনাজনিত কথা শুনে।
মাদাম লোইসেল তার স্বামীকে পোশাক কেনার জন্য কত ফ্রাঁ এর কথা বলেছিলো?
- চারশত ফ্রাঁ।
কত ফ্রাঁ দিয়ে চমৎকার গোলাপ ফুল পাওয়া যায় বলে মসিঁয়ে বলেছিলো?
- দশ ফ্রাঁ।
অনুষ্ঠানে সব পুরুষ মাদাম লোইসেলকে লক্ষ করেছিলো কেন?
- সে সবচেয়ে সুন্দরী ও সুদর্শনা ছিল বলে।
মন্ত্রীসভার সব সদস্যের সাথে মাদাম লোইসেলের সাথে কী নৃত্য করতে ইচ্ছে করছিলো?
- ওয়ালটজ।
কোন ঘটনা মাদাম লোইসেলের জীবনে বিপর্যয় ডেকে আনে?
- বান্ধবীর হার হারিয়ে ফেলার কারণে।
প্যালেস রয়েলে মসিঁয়ে ও মাদাম লোইসেল যে হীরার হারটি দেখল তার দাম কত?
- চল্লিশ হাজার ফ্রাঁ।
দশ বছর পর একদিন মাদাম ফোসটিয়াকে দেখে মাদাম লোইসেলের মন খারাপ হয়ে গেল কেন?
- তার সৌন্দর্য দেখে।
খ্রীষ্টান মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুলকে কী বলা হয়?
- কনভেন্ট।
ইউরোপ আমেরিকাসহ পৃথিবীর বহু দেশে কোন নৃত্য প্রচলিত?
- বল।
"স্যাটিন" কী?
- যে বাক্সে হীরার রাখা হয়।
মাদাম লোইসেলের স্বামী কেমন ছিলো?
- বুদ্ধীমান।
ভোর কয়টার দিকে মাদাম লোইসেল বাড়ী ফিরে গিয়েছিলো?
- চারটা।
নকল হারটির দাম কত?
- প্রায় পাচঁশত ফ্রাঁ।
মাদাম লোইসেলের পুরো নাম কী?
- মাতিলদা লোইসেল।
মাদাম লোইসেলের বান্ধবীর নাম কী?
- মাদাম ফোসটিয়ার।
"নেকলেস" গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করার কারণ?
- অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষনীয় সমাপ্তির জন্য।
-
নেকলেস গদ্যটি প্রথম প্রকাশিত হয় - ফরাসি ভাষায়। গল্পটির নাম ছিলো "La Parure".
নেকলেস ১৮৮৪ সালের ১৭ই ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা "La Gaulois"-এ প্রকাশিত হয় এবং সে বছরই ইংরেজি ভাষায় অনূদিত হয়।
মাদাম লোইসেলের সর্বদা দুঃখের কারণ ছিল?
- সে কাঙ্খিত জীবন পায়নি।
মাদাম লোইসেলের স্বামীর পেশা ছিলো?
- শিক্ষা পরিষদ অফিসের পিয়ন।
এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী কী হাতে ঘরে ফিরলেন?
- একটি বড় খাম।
মাদাম লোইসেলের ব্যাথিত হওয়ার কারণ ছিল?
- বাসকক্ষের দারিদ্র।
মাদাম লোইসেল বাবদ তার কতজন গৃহভৃত্য থাকবেন?
- দুইজন।
মাদাম লোইসেল যে বৈঠকখানাটি কামনা করেন তাতে কিসর পর্দা ঝুলবে?
- রেশম।
কী খেতে খেতে মাদাম লোইসেল প্রণয়লীলার কাহিনী শোনার কল্পনা করেন?
- মুরগীর পাখনা।
মাদাম লোইসেলের ধারণা কোন জিনিসের জন্য তার সৃষ্টি?
- ফ্রক ও জড়োয়া গহনা।
কনভেন্ট এর বান্ধবীর সাথে দেখা করতে মাদাম লোইসেলের ভালো লাগতোনা কেন?
- বান্ধবী ধনী ছিল বলে।
কনভেন্ট এর বান্ধবীর সাথে দেখা করে এসে মাদাম লোইসেল সারাদিন কাঁদত কেন?
- নিজ দর্ভোগের কথা ভেবে।
বান্ধবীর সাথে দেখা করার পর মাদাম লোইসেলকে কী গ্রাস করত?
- হতাশা ও নৈরাশ্য।
মাদাম লোইসেল তাড়াতাড়ি খামটি ছিড়েছিল কেন?
- দামি কিছুর আশায়।
মসিঁয়ে ও মাদাম লোইসেল কোন মন্ত্রীর আমন্ত্রণ পেয়েছিল?
- জনশিক্ষা মন্ত্রীর।
কী কারণে মসিঁয়ে লোইসেল মনে মনে দুঃখ পায়?
- মাদাম লোইসেলকে বেদনাজনিত কথা শুনে।
মাদাম লোইসেল তার স্বামীকে পোশাক কেনার জন্য কত ফ্রাঁ এর কথা বলেছিলো?
- চারশত ফ্রাঁ।
কত ফ্রাঁ দিয়ে চমৎকার গোলাপ ফুল পাওয়া যায় বলে মসিঁয়ে বলেছিলো?
- দশ ফ্রাঁ।
অনুষ্ঠানে সব পুরুষ মাদাম লোইসেলকে লক্ষ করেছিলো কেন?
- সে সবচেয়ে সুন্দরী ও সুদর্শনা ছিল বলে।
মন্ত্রীসভার সব সদস্যের সাথে মাদাম লোইসেলের সাথে কী নৃত্য করতে ইচ্ছে করছিলো?
- ওয়ালটজ।
কোন ঘটনা মাদাম লোইসেলের জীবনে বিপর্যয় ডেকে আনে?
- বান্ধবীর হার হারিয়ে ফেলার কারণে।
প্যালেস রয়েলে মসিঁয়ে ও মাদাম লোইসেল যে হীরার হারটি দেখল তার দাম কত?
- চল্লিশ হাজার ফ্রাঁ।
দশ বছর পর একদিন মাদাম ফোসটিয়াকে দেখে মাদাম লোইসেলের মন খারাপ হয়ে গেল কেন?
- তার সৌন্দর্য দেখে।
খ্রীষ্টান মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুলকে কী বলা হয়?
- কনভেন্ট।
ইউরোপ আমেরিকাসহ পৃথিবীর বহু দেশে কোন নৃত্য প্রচলিত?
- বল।
"স্যাটিন" কী?
- যে বাক্সে হীরার রাখা হয়।
মাদাম লোইসেলের স্বামী কেমন ছিলো?
- বুদ্ধীমান।
ভোর কয়টার দিকে মাদাম লোইসেল বাড়ী ফিরে গিয়েছিলো?
- চারটা।
নকল হারটির দাম কত?
- প্রায় পাচঁশত ফ্রাঁ।
মাদাম লোইসেলের পুরো নাম কী?
- মাতিলদা লোইসেল।
মাদাম লোইসেলের বান্ধবীর নাম কী?
- মাদাম ফোসটিয়ার।
"নেকলেস" গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করার কারণ?
- অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষনীয় সমাপ্তির জন্য।
✅ মাদাম লোইসেলের সর্বদা দু:খের কারণ কি ছিল ?
- সে কাঙ্খিত জীবন পায়নি।
✅ মাদাম লোইসেলের স্বামীর পেশা কী ছিল?
- শিক্ষা পরিষদ অফিসের পিয়ন।
✅ একদিন সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী কী হাতে ঘরে ফিরলেন?
- একটি বড় খাম।
✅ মাদাম লোইসেল যে বৈঠকখানাটি কামনা করেন তাতে কিসের পর্দা ঝুলবে?
- রেশম।
✅ মাদাম লোইসেলের ব্যথিত হওয়ার কারণ কি ছিল?
- বাসকক্ষের দারিদ্র।
✅ মাদাম লোইসেল তাড়াতাড়ি খামটি ছিড়েছিল কেন?
- দামি কিছুর আসায়।
✅ মাদাম লোইসেল এর পুরো নাম কি?
- মাতিলদা লোইসেল।
✅ নকল হারটির দাম কত?
- প্রায় পাচঁশত ফ্রা।
✅ মাদাম লোইসেলের বান্ধবীর নাম কি?
- মাদাম ফোসটিয়ার।
✅ মাদাম লোইসেরের স্বামী কেমন ছিলো?
- বুদ্ধিমান।
✅ ভোর কয়টার দিকে মাদাম লোইসেল বাড়ী ফিরে গিয়েছিল?
- চারটা।
"নেকলেস" গল্পে যেসব বিষয়ের নাম উল্লেখ আছে, তাহলো___
.
১) ঋতু - গ্রীষ্ম।
২) মাস - ফেব্রুয়ারি।
৩) বার - রবিবার।
৪) ফুল - গোলাপ।
৫) রং - গোলাপি।
৬) পাখি - ভরত।
৭) মাছ - রোহিত।
৮) স্ট্রিট - মার্টিন।
৯) নদী - সিন।