পর্ব ০৩: ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় বাক্য

0

 আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা শিখতে আগ্রহী তারা সব সময় চাই ভালো কিছু শিখতে। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটি স্পোকেন ইংলিশ কোর্স।


অনলাইনে ইংরেজি শেখার উপায়

এই কোর্সটিতে সম্পূর্ণ ফ্রিতে অংশ গ্রহন করতে পারবেন এবং মাসিক পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে বই জিতে নিতে পারেন। বিকল্প বিদ্যালয়ে প্রতি শুক্র ও সোমবার পর্ব আকারে স্পোকেন ইংলিশের লেসন গুলো প্রকাশিত হবে। আপনাকে শুধু নিজ দায়িত্বে পোস্ট গুলো পড়তে হবে। 

spoken english course robi 10 minute school অনলাইনে ইংরেজি শেখার উপায়


ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় বাক্য

আজ শিখবো ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় বাক্য।চলুন শুরু করা যাকঃ 
১। How are you?
= কেমন আছেন?
২। I'm fine.
=আমি ভালো আছি।
৩।  How's everything?
=সব কিছু কেমন যাচ্ছে?
৪। Very Good.
=খুব ভালো।
৫। Thank You.
=ধন্যবাদ আপনাকে।
৬। That's so true.
= এটা একদম সত্য।
৭। I must take off.
=আমাকে যেতে হবে।

আজ এই পর্যন্তই থাক। এই টুকু পড়ুন, শিখুন, প্রাকটিস করুন।  ইংরেজি জানলেই ইংরেজিতে কথা বলা যায় না। যথেষ্ট চর্চার প্রয়োজন।

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top