বিসমিল্লাহির রহমানির রহিম
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপায়
আমরা সবাই জানি সফলতা অর্জন বা সপ্ন পুরনের জন্য পরিশ্রম খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কয়জন চাই পরিশ্রম করতে? আধুনিক যুগে অনেক কিছু সহজ হয়ে গেছে। তাই আমরা এখন সব কিছু সহজ করতে চাই। যার কারনে আমরা মাঝে মাঝে হেরে যাই। আবার মাঝে মাঝে সফল ও হই। গুগলে কিছু ছাত্র ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স উপায় খুজে চলেছেন। তাদের উদ্দেশ্যে আমার এই লেখা।
বিশ্ববিদ্যালয় ভর্তি টিপস
ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেতে হলে আগে নিজেকে জানতে হবে। তোমার কোন বিষয়ে দুর্বলতা আছে এটা খুজে বের করতে হবে। দুর্বলতা খুজে বের করে বসে থাকলে চলবে না। দুর্বলতা কাটিয়ে উঠতে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। দুর্বল বিষয়ে আরো বেশি করে পড়তে হবে। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেতে হলে তোমাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি
ভালো প্রস্ততি জন্য অবশ্যই রুটিন করে পড়তে হবে। এজন্য দৈনিক পড়ার রুটিন অনুসরণ করতে হবে। চাইলে বিকল্প বিদ্যালয়ের দৈনিক পড়ার রুটিন পোস্ট দেখে নিতে পারেন।
➡দৈনিক পড়ার রুটিন
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটে চান্স পাওয়ার উপায়
তোমার স্বপ্ন যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে পড়ার তাহলে এই ৫টি বিষয় লক্ষ্য রাখতে হবেঃ
১.Be sincere,Not Serious: ভর্তি পরীক্ষার সময় দেখা যায় অামরা খুবই সিরিয়াস হয়ে পড়ি। আমাকে এটা করতে হবে,ওটা করতে হবে,English Vocabulary আমার এখনও শেষ হয়নি। তো আমাদের এইসব সিরিয়াসনেস বাড়তে বাড়তে দেখা যায় আমরা অনেক পেনিক করতে শুরু করে দিয়েছি। কিন্তু আমরা যদি সিরিয়াস না হয়ে সিনসিয়ার হই এবং আমাদের প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে শেষ করি তাহলে আমাদের কিন্তু পেনিক হওয়ার কোন সুযোগ নেই। #তো সিনসিয়ার হও সিরিয়াস না৷
২.কাউকে অনুসরণ করবো না: আমাদের বেলায় দেখা যায় ক্লাসের একটা ভালো শিক্ষার্থী যদি কোনো একটা ভালো কোচিং এর পিছনে দৌড় দেয় তাহলে আমরা সবাই মিলে শুরু করে দেই তার দেখাদেখি ঠিক সেই কোচিং এ ভর্তি হতে। কিন্তু তুমি ভেবে দেখ আমার বাসা যদি হয় উত্তরায় আর সেই ছেলেটি যদি ভর্তি হয় ফার্মগেটের কোনো এক কোচিং এ,আমার কিন্তু তার দেখাদেখি প্রতিদিন উত্তরা থেকে ফার্মগেট গিয়ে কোচিং করার কোনো দরকার নেই। এতে আমার সময়ও নষ্ট হবে। আমি সেই ক্ষেত্রে উত্তরার আশেপাশে কোনো ভালো কোচিং এ ভর্তি হতে পারি। কাজেই সে আমার থেকে যতই ভালো শিক্ষার্থী হোক না কেন কাউকে অন্ধ অনুসরণ করা যাবে না।
৩.Focus On English: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে প্রতিবছরই দেখা যায় ৪০০০০/৪৫০০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিচ্ছে। কিন্তু পাশ করছে শুধুমাত্র ৪০০০/৬০০০ শিক্ষার্থী। তাই চান্স পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশ করা ৪০০০/৬০০০ শিক্ষার্থীদের মাঝে নিজের নাম থাকা। সেটা করার শর্ত হচ্ছে ২টি। #English ১০ পেতে হবে। #মোট ৪৮ পেতে হবে। এখন যদি English এ ১০ না ও পাও আর মোট নম্বর ১০০ ও পাও তা-ও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আসল সুযোগটা পূরণ করনি আর সেটা হচ্ছে English এ পাশ করা। কাজেই বোঝাই যাচ্ছে English এর উপর কতটা জোর দিতে হবে। তাই English Grammar এর পাশাপাশি Vocabulary, Preposition,Idioms & Phrase এগুলো খুব ভালো করে পড়তে হবে। #English এ পাশ করা Must......
৪.কারো কথায় কান দিতে যাবে নাঃ নিজেকে কখনো Demotivated Feel করবেনা। তুমি যদি Confident নাও হও তাও তুমি Pretend করবে তুমি Confident এবং অবশ্যই Track এ থাকবে। কারণ দিন শেষ Track এ থাকাটাই Matter করে।
৫.নিজের সাথে প্রতিদিন অন্তত ১০ মিনিট হলেও সময় কাটাবেঃ মানে এই ১০ মিনিটের জন্য তোমার পড়াশোনা,ফোন,ফেসবুক সব বন্ধ। নিজের সাথে নিজে কথা বলবে। নিজের স্বপ্ন নিয়ে ভাববে। কেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও????সে কারণগুলো খুঁজে বের করবে। নিজেকে Motivate করবে।তারপর নিজেকে নিজেই বলবে - "আমি পারবো" হ্যাঁ আমি পারবোই।
নওশীন আহমেদ ফাল্গুনী
কলেজ অব হোম ইকনমিক্স,
ঢাকা বিশ্ববিদ্যালয়, জীববিজ্ঞান অনুষদ।