- 1:- A and AN শুধুমাত্র Singular countable noun এর পূর্বে বসে। এবং তারা "এক" বা "একটি" অর্থ প্রদান করে। A বা AN সাধারণত অর্থে ব্যাবহৃত হয় অথবা আগে উল্লেখ করা হয় নাই এমন কোন বিষয় বুঝাতে ব্যবহার করা যেতে পারে। যেমন:
- A baseball is round. ( সাধারন অর্থে সকল baseball কে বোঝানো হয়েছে)
- I saw a boy in the street. (কোন বালক যে বোঝানো হচ্ছে আমরা তা জানি না)
কোন word যদি vowel sound দিয়ে শুরু হয় তখন সেই শব্দের আগে AN বসে।
আবার, কোন word যদি consonant sound দিয়ে শুরু হয় তবে সেই শব্দের পূর্বে A বসে।
- a book.
- an apple.
কোন কোন শব্দের উচ্চারন বানান অনুসারে হয় না। তাই a বা an ব্যবহারের ক্ষেত্রে সন্দেহ সৃষ্টি করে।
- a house (begins with a consonant sound)
- an hour (begins with a vowel sound)
- a university (begins with a consonant sound)
- an umbrella (begins with a vowel sound)
2:
নিচের শব্দ গুলোর উচ্চারণ Consonant Sound দিয়ে শুরু হয়। তাই এদের পূর্বে সবসময় A বসে।
European, eulogy, euphemism, eucalyptus, house, home, heavy, half, uniform, university, universal, union
3:
নিচের শব্দ গুলোর উচ্চারণ Vowel Sound দিয়ে শুরু হয়। তাই এদের পূর্বে সবসময় AN বসে।
An Umbrella a white umbrella
an hour a whole hour