ত্বকের যত্নের জন্য পুদিনাপাতার আশ্চর্য উপকারিতা

0

ত্বকের যত্নের জন্য পুদিনাপাতার আশ্চর্য উপকারিতা, ত্বকের যত্ন,পুদিনা পাতার উপকারিতা, লাইফ টিপস

পুদিনা পাতা আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমরা কম বেশী সবাই এটা জানি। কিন্তু অনেকেই হইতো জানে না পুদিনা পাতার আশ্চর্যজনক ব্যবহার সম্পর্কে। পুষ্টিগুণে ভরপুর হচ্ছে পুদিনাপাতা। পুদিনাপাতা ত্বককে সুস্থ রাখতে অত্যন্ত কার্যকরী। আবার পুদিনাপাতাতে আছে অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য টোনার,ক্লিনজার ও ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।




পুদিনাপাতা বা মিন্ট ত্বকের বিভিন্ন রকমের সমস্যা সমাধানে খুবই কার্যকরী। তাহলে এইবার আমরা জানব পুদিনাপাতা বা মিন্ট এর উপকারীতা সম্পর্কে 

মুখের ব্রণ কমায় -

স্যালিসিলিক অ্যাসিড ও ভিটামিন এ সমৃদ্ধ পুদিনাপাতাতে ত্বক এর সিবাম অয়েল নিসঃরণ নিয়ন্ত্রণে কাজ করে। যাদের ত্বক তৈলাক্ত তাদের ব্রণ ফেটে যাওয়ার সম্ভাবণা থাকে অনেক বেশী। অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য সমৃদ্ধ পুদিনাপাতা এইসকল প্রদাহ রোধ করতে সাহায্য করে এবং ব্রণ নিরাময় করে।


ত্বককে আর্দ্র রাখে -

মৃদু অ্যাস্ট্রিঞ্জেন্ট হিসেবে পুদিনাপাতা কাজ করতে পারে। যা প্রাকৃতিকভাবে ত্বককে টোন করতে সাহায্য করে। এটি ময়লা অপসারণ করে ত্বক এর ছিদ্র থেকে এবং ত্বককে হাইড্রেট ও কোমল রাখে৷ ত্বক এর রক্তসঞ্চালন উন্নত করতেও এটি অনেক কার্যকর। ফাইন লাইনস ও রিঙ্কেলসও প্রতিরোধ করে পুদিনাপাতা৷


চোখের নিচের কালো দাগ কমায় -

পুদিনাপাতাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক এর নিচের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে । পুদিনাপাতার পেস্ট চোখের নিচের ডার্ক সার্কেলে লাগিয়ে যদি সারারাত রেখে দেওয়া হয় তাহলে চোখের নিচের কালো দাগ আস্তে আস্তে হালকা হবে এবং এক সময় চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে।


ক্ষত সারিয়ে তোলে -
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য পুদিনাপাতা ত্বক এর কাটা, মশার কামড় চুলকানী ও ক্ষত নিরাময়ে কার্যকরী ভূমিকা পালন করে। যদি কারো এইসব সমস্যা থাকে তাহলে কোন চিন্তা ভাবনা ছাড়াই পুদিনাপাতা থেকে রস বের করে ত্বকের আক্রান্ত স্থানে লাগাতে পারেন । এতে ত্বকের ক্ষতও দূর হবে এবং ত্বকের জ্বালাপোড়া ভাব ও জ্বালাপোড়াও রোধ হবে।
এছাড়াও ত্বকে দাগ ও ব়্যাশ হতে বাধা দেয় পুদিনাপাতাতে থাকা বিদ্যমান অ্যান্টিসেপটিক। সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি থেকে ত্বকের ক্ষতি হ্রাস করে।
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top