বাংলা বিখ্যাত উপন্যাস ২০২২ - রবীন্দ্রনাথ ঠাকুর

0

 নিন্দা করতে গেলে, বাইরে থেকে করা যায়, 

কিন্তু বিচার করতে গেলে, ভিতর প্রবেশ করতে হয়। (উপন্যাস - গোরা.. রবীন্দ্রনাথ ঠাকুর) 


আমি বাঁধতে পারি নি হৃদয়, 

মাঝে ভাসাতে পারিনি। 


নয়নে!  আমি বলতে পারিনি কত না বলা কথা, 

লিখতে পারিনি চয়নে!


নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস 

ওপারেতে সবমুখ আমার বিশ্বাস 


নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে।

কহে,যাহা কিছু সুখ সকলি ওপারে, 

রবীন্দ্রনাথ ঠাকুর। 



রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, 

ঔপন্যাসিক, সংগীত, নাট্যকার চিত্রকর, ছোটগল্পকার, বাংলা ভাষার সাহিত্যিক মনে করা হয়। 

রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থ লেখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার পান?  

পিঠের দিকে বালিশগুলো উঁচু করা। নীরজা আধ - শোওয়া পড়ে আছে রোগ শয্যায়।



পায়ের উপরে সাদা রেশমের চাদর টানা, 

যেন তৃতীয়ার ফিকে হালকা মেঘের তলায়। 


ফ্যাকাশে তার শাঁখের মতো রঙ, ঢিলে হয়ে পড়েছে, চুড়ি, রোগা হাতে নীল শিরার রেখা, 

সাদা মারবেল বাঁধানো, দেয়ালে একটি টিপাই দুটি  বেতের মোড়ার আর এক কোণে কাপড় 

পূর্ব দিকে জানালা খোলা। দেখা যায় নীচের বাগানে ঘর ছিটে বেড়ায় তৈরি, বেড়ার গায়ে 

গায়ে অপরাজিতার লতা। অদূরে ঝিলের ধারে পাম্প চলছে, জল কুলকুল করে বয়ে যায় নালায়, ফুল। 

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top