কত রাত তোমাকে,
স্বপ্ন দেখে কোলবালিশ।
জড়িয়ে ধরেছি।
কবে যে সেদিন আসবেন,
স্বপ্নে দেখে তোমাকে,
জড়িয়ে ধরবো।
শুভ পহেলা ফাল্গুন এর শুভেচ্ছা।
ফুলিয়ে গেল একটি বছর,
সময় হল বিদায় বেলার।
নতুন দিনে নতুন ভাবে,
দেখা হবে দুজনে আবার।
শুভ পহেলা ফাল্গুন এর শুভেচ্ছা।
মানুষের মাঝে আছে মন,
মনের মাঝে প্রেম,
প্রেমের মাঝে জীবন,
আশার মাঝে ভালোবাসা,
আর সেই ভালোবাসার,
মাঝে শুধুই তুমি।
শুভ পহেলা ফাল্গুন এর শুভেচ্ছা।
জানিনা ভালোবাসার আলাদা,
আলাদা নিয়ম আছে কিনা,
তবে আমি কোন নিয়মে
তোমাকে, ভালোবেসেছি তাও জানিনা,
শুধু এইটুকু জানি আমি,
তোমাকে, অনেক অনেক ভালোবাসি।
শুভ পহেলা ফাল্গুন এর শুভেচ্ছা।
ফাল্গন বেঁধেছে তাজ
আমি বসন্ত ঋতুরাজ,
গাই গান কোকিল সুরে
তাকাই ফুলে ফুলে মন ভরে!
শুভ পহেলা ফাল্গুন এর শুভেচ্ছা।
টিপ দিলেই বলিস তুই,
টিপ হয়েছে বাঁকা,
ঠিক করার অজুহাতে
আমার ছুঁয়ে থাকা।
জ্বর এসেছে শুনলে
জানি কপাল ছুয়ে দিবি,
ভালোবাসি বলতে গাধা,
আর কত সময়?
শুভ পহেলা ফাল্গুন এর শুভেচ্ছা।
চারিদিকে মৌমাছির,
গুন গুন,
মনে হয় এসেছে, ফাল্গুন,
শুভ পহেলা ফাল্গুন এর শুভেচ্ছা।