মৌলভীবাজার এর বিখ্যাত খাবার হচ্ছে রসগোল্লা ও খাসিয়া পান এর জন্য বিখ্যাত। মৌলভীবাজার জেলায় বিভিন্ন কোম্পানির সাথে স্টোরের সামনে অনেক ধরেণের জিনিস পাওয়া যায়। যা আমাদের উৎপন্ন করার জন্য অনেক উপকারী। দেশের জন্য অনেক সুন্দর করে তুলে ধরার জন্য অনেক পরিশ্রম করে এবং তাদের নামের সাথে জড়িয়ে আছেন তারা যাদের কোনো এসব দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা অনেক চেষ্টা করে মৌলভীবাজার এর দিকটা তুলে ধরতে পারি। সিলেটের মনোভাব পোষণ করেন অনেকে তারা জানতে ইচ্ছা করে কেনো এটা হচ্ছে সিলেটের ঐতিহ্য তুলে ধরেছে আমাদের কেনো এইসব দৃশ্য ফুটে উঠেছে। জানি আমাদের দেশে মানুষ তার জন্য একটা বড়ো দিক তুলে ধরেছে এবং দেশের মানুষ আছে অনেক ভালো বিশেষ করে সিলেটের জনগণ অনেক ভালো তাদের পরিবেশটা অনেক দারুণ করা যায় আমরা আশাবাদী।
এবং তাদের সবাবে এসব সুবিধা পেয়ে থাকার কারণে অঞ্জল থেকে তারা বিভিন্ন কিছু উপভোগ জায়গা করার মতো রয়েছে সিলেটের ৪টি অঞ্জল এর মধ্যে মৌলভীবাজার হচ্ছে একটা জায়গা। আমাদের অনেকে মৌলভীবাজার বেড়াতে যাতে যায় কারণ মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে। আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা সম্পন্ন হতে পারে বলে আমি মনে করি। মৌলভীবাজার এমন একটা জেলা রয়েছে সেখানে না গেলে বুঝতে পারবেন না এটা মৌলভীবাজার নাকি অন্য কোনো জেলা কারণ এতো অসাধারণ রূপে সাজিয়ে তুলেছে মৌলভীবাজার এর পর্যটনবাসীরা। এর পাশে রয়েছে হবিগঞ্জ জেলা আসলেই বাংলাদেশের ৮টি জেলার মধ্যে সিলেট জেলা হচ্ছে একটা অন্যরকম জায়গা বা জেলা।
মৌলভীবাজার এর ১০টি বিখ্যাত দর্শনীয় স্থানঃ
১. শাহ মোস্তফা (রঃ) এর মাজার।
২. লাউয়াছড়া জাতীয় উদ্যান৷
৩. মাধবকুণ্ড।
৪. খোজার মসজিদ।
৫. কমলারানীর দিঘি।
৬. মনিপুরী পল্লী।
৭. হাকালুকি হাওর।
৮. চা কন্যা ভাস্কর্য।
৯. বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউট।
১০. মাধবকুণ্ড ইকোপার্ক।
যেখানে মানুষ বিভিন্ন দেশ থেকে বেড়াতে যাওয়ার জন্য দূর দূরান্তে থেকে মানুষ ঘুরতে আসে। পর্যটনক্রেন্দ্র জায়গাগুলো দেখতে প্রশাসনিক অঞ্জল বিস্তৃত। আসলে আমাদের দেশের জন্য একটা মহোময় দেশ বা বিবেচনা করে দেখা যাচ্ছে দক্ষিণে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং আরে বিখ্যাত যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো আমরা বিভিন্ন জায়গাতে দেখাতে পারবে মদি না জনগণ আমাদের অনেক উপকারে আসে৷ বাংলাদেশের যেকোনো বিষয়ে ভালো করে জানতে চাই আমাদের দেশের মতো এমন সুন্দর জায়গা যেখানে গিয়ে থাকা কিছু একটা ভালো দিক এইটা বোঝা যায়। একটা ভালো দিক থেকে শুরু করে আমাদের জন্য অনেক কিছু তুলে ধরে। মানুষের জীবনের সাথে মিশে আছে মৌলভীবাজার এর গর্বের একটা দিক।
Read More: সিলেট জেলার দর্শনীয় স্থান - ভ্রমণ গাইড - Eshoporibd
আমাদের দেশের মধ্যে মৌলিবাজার রচয়িতা মতন জায়গা যেখানে পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসেন এবং আমাদের মানুষের তৈরি মানুষের দেহের জন্য। সিলেট মৌলভীবাজার বিভিন্ন জায়গা ঘুরে আসতে পারে আমরা আমি অন্য জায়গায় ঘুরে এসেছি এবং আপনারা যেতে পারে বিভিন্ন জায়গা ঘুরে আসি। তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্য এবং তাদের জন্য মৌলভীবাজার জেলায় অনেক নমুনার জায়গা রয়েছে যেখানে ঘুরে আসা যায়। তাছাড়া সিলেটের ঐতিহ্য পরিবেশে অনুষ্ঠিত হবে আমরা অনেক ভালো নাম বা ভালো জায়গা তুলে ধরতে পারি। আসল সব কিছু বোঝার মতো এমন একটি সুন্দর মূহুর্তের মধ্যে যখন দেখা যাবে সবকিছু ঠিক আছে তাহলে আমাদের জন্য খোজার মসজিদ তৈরি করে মৌলভীবাজার এর ঐতিহ্য ফুটেছে তার কারণ তাদের ইচ্ছা শক্তি ছিলো অনেক বড়। চাইলেও আপনারা আসতে পারেন। মৌলভীবাজার এর বিখ্যাত জায়গাগুলো দেখলে আমরা অনেক মনোভাব পোষণ করে থাকি।