I don't care what anyone thinks of me because I wasn't born to impress anyone. I don't value those who don't have much bhava because I learn where they learn bhava. The anger is too much, but MashaAllah the heart is too soft. Yes, that's me. I came to Facebook to pass some time. I don't have time to introduce these 14 groups. It is much better to be rude than to be nice to someone. Hey girl don't worry you just heard my name not the story. I can't follow anyone's mind. I follow my own mind, that's my attitude.
আমার দুর্বলতাকে না খুঁজে বরং সবার আগে তুমি নিজের দুর্বলতাকে খুঁজে ঠিক করো
কারণ অন্যের দুর্বলতাকে সবাই বুঝতে পারে কিন্তু
নিজের দুর্বলতাকে অনেক খুঁজে ঠিক করতে পারে না।
আমাদের মধ্যে সবাই সব বড় বড়
কাজ করতে পারবে তা নয়
কিন্তু আমরা সব ছোট কাজ গুলো
করতে পারি আমাদের মনের ভালবাসায়
মাদার তেরেসা
তুমি হাসলে সবাই তোমার
সাথে হাসবে কিন্তু তুমি
কাঁদলে কেউ তোমার সাথে
কাঁদবে না। মানুষকে কাঁদতে
হয় একা একা।
আমি তোমার বন্ধু
সব সময় কাছেই পাবে
পাশে পাশে থাকবো তোমার
প্রয়োজন যখন হবে।
তোমার ঐ জীবন পথের
উঁচু নিচু ওঠা পড়ায়
সব হিসাব নিকাষ বাতিল করে
ভরিয়ে দেবো ভালোবাসায়।
প্রেম হয় শুধু দেখা ও চোখের ভাল
লাগা থাকে রাগ থেকে প্রেম হয়
ঘৃণা থেকে প্রেম হয় প্রেম হয়
অপমান থেকে এমনকি প্রেম হয়
লজ্জা থেকেও। প্রেম আসলে
লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের
প্রতিটি ক্রোমসমে একটু সুযোগ
পেলেই সে জেগে উঠে।
প্রতিটি নতুন দিনই হয়তো আপনার জীবনে
কিছু পরিবর্তন করার আরেকটা সুযোগ দেয়
কিন্তু প্রতিটি নতুন দিনে আপনার কাছে যা আছে
তার জন্য নিজেকে ধন্য মনে করুন।
প্রোফাইলে যাদের নিজের ছবি নেই
তারা দয়া করে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাবেন
না আগে সমাজে মুখ দেখতে শিখুন
তারপর বন্ধুত্ব করবেন।
জীবনে প্রতিটি দিনই তোমাকে
কিছু না কিছু শেখায় ভালো দিন
গুলো শেখায় সাফল্যের মর্ম আর
খারাপ দিন গুলো শেখায় কিভাবে
ব্যর্থতার মুখোমুখি হতে হয়।
তাদের ভালোবাসায় আবেগ আছে
তবে নেই আরম্বর আর আভিজাতা
তাদের কাছে সপ্ন বলতে একটা
চাকরি আর বাবা মায়ের সম্মতি
কারণ তারা মধ্যবিত্ত।
মনের কষ্ট আর চোখের জল কাউকে
দেখতে নেই। জীবন সুখের না হলেও
কাউকে বলতে নেই। কারণ সবাই
কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের
ভাগ দিতে পারে না।
যে তোমার গায়ে আরেকজনের পারফিউম
এর গন্ধ খোঁজে সে তোমার হতে পারে না।
কেনো রাখো অমন মনপোড়াকে
ও তোমাকে পুড়িয়ে দেবে
পুড়িয়ে নিঃস্ব করে দেবে।
ভালোবাসতে গেলে
না লাগে লাল গোলাপ
না লাগে বাড়ি গাড়ি
কিম্বা টাকা পয়সা
লাগে শুধু দুটো বিশ্বস্ত
মন আর পরস্পরের
হাতে হাত রাখতে সাহস।
আমার Facebook profile ঘেটে
আমাকে বোঝার চেষ্টা করোনা
আমাকে বেশি বোঝার চেষ্টা করলে
হয় নিজে পাগল হয়ে যাবে
না হলে আমাকে ভালোবেসে ফেলবে।
মানুষের পিছনে যে হাটে
তার নাম ছায়া
মানুষ যার পিছনে হাঁটে
তার নাম মায়া
আর এই মায়া থেকেই কিন্তু
গভীর ভালোবাসা সৃষ্টি।
Maybe less expensive, I'm just me, I'm not in anyone's shadow, I'm not in anyone's illusion, I'm just me. Don't let anyone understand me, I burn myself, burn others, beware of me. I'll never be good because I'm bad when I'm lost. There's no harm because there's no one to look up to in this busy city. I can't afford to be a limited lover, because if I fall in love with one, the rest of the girls will suffer because I couldn't be like my own mind. How can I be like someone else's mind?