মন চায় না দিতে বিদায় কিন্তু আমরা সত্যিই বড় নিরুপায় সময় চলে যাচ্ছে সময়ের মত মনে করে দেখো স্মৃতি আছে কত!. বিদায়কালীন অনুষ্ঠান! এই শব্দটি একটি মারাত্মক শব্দ। যদিও এটিতে প্রতিশ্রুতি, আশা, বিশ্বাস ও হতাশার নিঃশ্বাস রয়েছে। - লর্ড বায়রন
আপনি যদি বিদায় জানাতে যথেষ্ট
সাহসী হন, তবে জীবন আপনাকে
নতুন কিছু দিয়ে পুরস্কৃত করবে।
এমন করে হারিয়ে যেতে নেই,
সুখের বাতি জ্বালায় উঠানে ফেরার কথা ভুলে যেতে নেই ।
চলে যাওয়ার ভাবনায় জড়ায়ে মোরে ;
আলিঙ্গনে বিদায় দিতে নেই তোমায় আঁকড়ে বেঁচে থাকা মোর,
সবকিছু ছাড়িয়া এইভাবে চলে যেতে নেই,
বিদায় বন্ধু বিদায় কোনো এক স্মৃতির গভীর ভাবনাহীন হয়তো দেখা হবে প্রান্তের। কিছু বিদায়ের গায়ে কোনো কথা লেগে থাকে না, হাওয়া হঠাৎ যখন আঘাত হানে না বলা কথারা ছোট্টো জোনাকিটার মতো আলোরই আশেপাশে বিধ্বস্ত হয়, কাদা মাখে। অথচ ঝড়ের রাতে, হারিয়ে যাওয়ার ঠিক আগেই পরিপাটি ঘরগুলো, লাল-নীল আলো সেও দেখেছে।
কিন্তু বন্ধ জানলারা শেষ অবধি ক্ষমা করেনি তাকে।একরাশ বন্ধ দরজা-জানলা শুধু জমেই যায় একটার পর একটা বিদায়টুকুনিও বলা হয়নি অনেকের। তবু নিয়মমাফিক সকাল আসে, আরেকটা ফুটপাতের পাগল জোনাকির মৃত শরীর তুলে নেয় হাতে,
আর ব্যাকুল ভাবে প্রশ্নবান ছুঁড়তে থাকে প্রত্যেক পথচারীকে লক্ষ্য করে, "আচ্ছা, এটা মিথ্যে কথার শহর, নাকি রঙ পাল্টানো সরীসৃপ!!! এই... এই যে... একটু বলে দেবেন গো