১১ দফার কর্মসূচি কি জেনে নিন।

0

১৯৬৯ সালে স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ প্রবন রূপ ধারণ করে। এরই প্রেক্ষাপটে ১৯৬৯ সালে ৪ঠা জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ঐতিহাসিক ১১ দফা কর্মসূচি পেশ করেন।

 


দফা একঃ শিক্ষা সমস্যার আশু সমাধান। অর্থাৎ হামিদুর রহমান শিক্ষা কমিশন ও বিসশ্ববিদ্যালয় সমস্ত আইন বাতিল করা এবং ছাত্রদের সকল মাসিক ফি কমিয়ে আনা।




দফা দুইঃ প্রাপ্ত বয়স্কদের ভোট প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পাল্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠা করিতে হইবে। বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা দিতে হইবে। দৈনিক ইত্তেফাক পত্রিকার উপর হইতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করিতে হইবে।

 

দফা তিন: পূর্ব পাকিস্তানের পূর্ন স্বায়ত্তশাসন দিতে হইবে।

দফা চার: পশ্চিম পাকিস্তানের বেলমচিস্তন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সিন্ধুসহ সকল প্রদেশের স্বায়ত্তশাসন প্রদান করতে সাব ফেডারেশন গঠন করিতে হইবে।

দফা পাঁচ: ব্যাংক বীমা পাট ব্যবসা ও বৃহৎ শিল্প জাতীয়করণ করিতে হইবে।



দফা ছয়: কৃষকের উপর হইতে খাজনা ও ট্যাক্সের হার হ্রাস করিতে হইবে এবং বকেয়া খাজনা ও ঋণ মওকুফ করিতে হইবে। সার্টিফিকেট প্রথা বাতিল ও তহশিলদারদের অত্যাচার বন্ধ করিতে হইবে। পাটের সর্বনিম্ন মূল্য ঋণ প্রতি ৪০ টাকা নির্ধারণ এবং আখের ন্যায্য মূল্য দিতে হইবে।

দফা সাত: শ্রমিকদের ন্যায্য মজুরী বোনাস দিতে হইবে এবং শিক্ষা বাসস্থান চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করিতে হইবে। শ্রমিক স্বার্থ বিরোধী কালাকানুন প্রত্যাহার করিতে হইবে এবং ধর্মঘটের অধিকার ও ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রদান করিতে হইবে।



দফা নয়: জরুরী আইন প্রত্যাহার নিরাপত্তা আইন ও অন্যান্য নিবর্তনমূলক আইন প্রত্যাহার করিতে হইবে।


দফা দশ: সিয়াটো সেন্টো পাক মার্কিন সামরিক চুক্তি বাতিল করিয়া জোট বহির্ভুত স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি কায়েম করিতে হইবে।


দফা ১১: দেশের বিভিন্ন কারাগারে আটক সকল ছাত্র শ্রমিক কৃষক রাজনৈতিক কর্মী ও নেত্রবৃন্দের অবিলম্বে মুক্তি গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া প্রত্যাহার এবং আগরতলা ষড়যন্ত্রে মামলাসহ সকল রাজনৈতিক কারণে রুজুকৃত মামলা প্রত্যাহার করিতে হইবে।



১১ দফার মূল ধারা আমাদের সকলের ইতিহাসের কথা মনে আছে কারণ অনেক ধরণের ষড়যন্ত্রের মাধ্যমে এই দফাগুলো আইন জারি করে সবার সামনে প্রেস করা হয়েছে। যার কারণ হচ্ছে যে মানুষগুলো পরবর্তী সময়ে কোনো কারণে এই ১১ দফার বাহিরে অন্যায় করে থাকে তাহলে তাদেরকে শাস্তি প্রধান করিতে হইবে এর প্রত্যাহার করার আসল যে প্রধান কারণ দেখা দিয়েছে তার মূল কারণ আমাদের দেশি ছাত্র সংগ্রাম পূর্ব পাকিস্তান এর সাথে সম্মিলিতভাবে একটি যুক্তফ্রন্ট গঠন করে। এ যুক্তফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন নিযুক্ত হন। 



তার নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদ একটি ১১ দফার কর্মসূচি প্রণয়ন করে আইয়ুব শাসনের বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে তোলে। মুক্তিযুদ্ধের পটভূমি রচনার ছাত্র সমাজের এগারো দফা আন্দোলন প্রত্যক্ষ অবদান রাখেন। কারণ ১১ দফার যে প্রস্তাব বিষয়গুলো মেনে নিতে হলে তাদের অনেক সংগ্রাম করতে হয়েছে যার বিকল্প তাদের নেতৃত্বে সবার উপরে গিয়ে ধরা দেয়।তাই আমরা ১১ দফার কর্মসূচি পালন করতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গ্রহণ করিতে হইবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top